অসৎ কোম্পানি uber এর লন্ডন এর রাস্তায় কোনো জায়গা নাই

uber banned in london

অসৎ কোম্পানি uber এর লন্ডন এর রাস্তায় কোনো জায়গা নাই। বাংলাদেশেও uber ব্যান করা হয়েছিল। কিন্তু সুষ্ঠু ভাবে মানা হয়নি। 

Uber এর লাইসেন্স আর নবায়ন করা হচ্ছে না।  ফলে লন্ডনে uber অক্টোবর থেকে আর চলতে পারবেনা।  যদিও এই সিদ্ধান্তের বিপরীতে Uber এর আপিল করার সুযোগ আছে। লন্ডনের TfL (ট্রান্সপোর্ট ফর লন্ডন ) এই সিদ্ধান্ত গ্রহণ করে।  সাথে লন্ডন এর মেয়র এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন। Uber এর বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ : যাত্রীর সাথে খারাপ আচরণ সঠিক ভাবে রিপোর্ট করতে না পারা , ড্রাইভারদের ব্যক্তিগত তথ্য ঠিক মতন যাচাই না করা , ড্রাইভারদের জন্য সুষ্ঠু পরিবেশ না থাকা।

বছরের শুরু থেকেই Uber বিভিন্ন রকম বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে। সময় এসেছে বিভিন্ন দেশে বিশেষ করে বাংলাদেশেও Uber এর সার্ভিস ভালোভাবে যাচাই করে দেখা।

এক নজরে Uber এর বিভিন্ন বিতর্কিত ঘটনা গুলো :

~ Lyft নামক অন্য ট্যাক্সি সার্ভিস এ ভুয়া বুকিং করা।

~ Uber এর সিইও কালানিক কর্তৃক বাজে মন্তব্য করা।

~ একজন সাংবাদিক এর ব্যক্তিগত তথ্য, লোকেশন  না জানিয়ে প্রকাশ করে দেয়া। কারণ ওই সাংবাদিক Uber সম্পর্কে খবর প্রকাশ করেছিল।

~ Beyoncé এর উপর নজরদারি করা।  সাথে আরো অনেক রাজনীতিবিদ , সেলিব্রিটিদের উপর নজরদারি করা।

~ ভুয়া উপার্জন এর বিজ্ঞাপন দেয়া।  Uber পরবর্তীতে ২০ মিলিয়ন ডলার দিতে বাদ্ধ হয়।

~ Susan Fowler নাম এর এক জন কর্মী Uber এর বিরুদ্ধে  বাজে আচরণ এর জন্য মামলা করা

~ Uber এর সিইও ড্রাইভারদের সাথে বাজে ব্যবহার করা।

~ জেনেশুনে ত্রুটিপূর্ণ গাড়ি ব্যবহার করা। যেখানে গাড়িতে আগুন ধরে যাবার সম্ভাবনা আছে।

 

তথ্য সূত্র: uber এর স্ক্যান্ডালের সমূহ

Your Comment